Wednesday, May 6, 2020

যে কোন টিভিকে স্মার্টটিভি বানাতে নতুন প্রোডাক্ট আনছে Xiaomi - Tareq TechnicalTips




8 মে ভারতে লঞ্চ হবে Mi 10। 108 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনের সঙ্গেই আগামী শুক্রবার একাধিক নতুন প্রোডাক্ট ভারতে আনবে চিনের সংস্থাটি। কোম্পানির দাবি এই নতুন প্রোডাক্ট ব্যবহার করে যে কোন টিভিকে স্মার্টটিভি করে তোলা যাবে। ইতিমধ্যেই গোটা বিশ্বের একাধিক দেশে বিক্রি হয় Mi Box S। এই ডিভাইসের মাধ্যমে সহজেই যে কোন টিভিকে অ্যানড্রয়েড টিভি বানিয়ে ফেলা সম্ভব।

সম্প্রতি টুইটারে কোম্পানির প্রধান মনু কুমার জৈন একটি ভিডিও টিজার পোস্ট করেছেন। সেখানে জানানো হয়েছে 2020 সালেও নিজের টিভি আপগ্রেড করার ইচ্ছা না থাকলে সমাধান নিয়ে আসছে Xaiomi। তিনি বলেন Mi 10 এর সঙ্গেই এই প্রোডাক্ট ভারতে আসতে চলেছে। ( Tareq TechnicalTips)

চলতি বছর জানুয়ারিতে 1GB RAM ও 4GB স্টোরেজ সহ চিনে লঞ্চ হয়েছিল Mi Box 4 SE। এছাড়াও বাজারে রয়েছে Mi Box 4 ও Mix Box S। এই প্রোডাক্টগুলি ব্যবহার করে যে কোন সাধারণ টিভিকে স্মার্ট টিভি বানিয়ে ফেলা যাবে।

যদিও অনেকে বলছেন ঐ দিন ভারতে আসবে Mi  TV Stick। এটা কোম্পানির স্ট্রিমিং স্টিক। সম্প্রতি ইউরোপে এই ডিভাইস লঞ্চ করেছিল Xiaomi।
এই দুই স্ট্রিমিং ডিভাইসের সঙ্গেই থাকবে ব্লুটুথ রিমোট। থাকছে 4K ভিডিও প্লে ব্যাক সাপোর্ট।












Tuesday, April 28, 2020

50X জুম সহ বাজারে এল Mi 10 Youth Edition 5G, বিক্রি শুরু চলতি সপ্তাহে - Tareq TechnicalTips



        সপ্তাহের শুরুতেই চিনে আরও একটা নতুন স্মার্টফোন নিয়ে এল Xiaomi। সোমবার লঞ্চ হয়েছে Mi 10 Youth Edition 5G। তুলনামূলক কম দামের এই ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। সম্প্রতি মধ্যবিত্তের পকেটে 5G পৌঁছে দিলে Realme এনেছিল X50m 5G। সেই ফোনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই নতুন ফোন নিয়ে এল Xiaomi। Mi 10 Youth Edition 5G-তে রয়েছে Snapdragon 765G চিপসেট, 4,160 mAh ব্যাটারি ও 50X ডিজিটাল জুম।

Mi 10 Youth Edition 5G-র দাম:
        একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে চিনে এই ফোন নিয়ে এসেছে Xiaomi। Mi 10 Youth Edition 5G-র দাম শুরু হচ্ছে 2,099 ইউয়ান (প্রায় 22,500 টাকা) থেকে। 30 এপ্রিল চিনে এই 5G ফোন বিক্রি শুরু করবে Xiaomi।


Mi 10 Youth Edition 5G স্পেসিফিকেশন:
          Mi 10 Youth Edition 5G-তে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.57 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।

      এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ক্যামেরা, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য থাকছে 5G SA/NSA, USB Type-C port, Wi-Fi 5, Bluetooth v5.1, NFC, GPS, 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনে রয়েছে 4,160 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 22.5W ফাস্ট চার্জিং। Mi 10 Youth Edition 5G-র ওজন 192 গ্রাম। (Tareq TechnicalTips)












Friday, April 24, 2020

এক চার্জে 30 দিন! চলতি মাসে নতুন স্মার্টওয়াচ আনছে Xiaomi



কম দামে স্মার্টওয়াচ বিক্রি করে ইতিমধ্যেই বিশ্বব্যাপী গ্রাহকের মন জয় করেছে Amazefit।
 তুলনামূলক কম দামে নতুন স্মার্টওয়াচ আনতে চলেছে Xiaomi-র এই ব্র্যান্ড।
 30 এপ্রিল চিনে লঞ্চ হবে Amazfit Bip Lite 1S। এক চার্জে এক মাস চলবে এই প্রোডাক্ট।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Amazfit Bip Lite 1S টিজার প্রকাশিত হয়েছে। 
এই স্মার্টওয়াচে Amazfit Bip Lite-এর মতো ডিজাইন থাকছে। কার্ভড ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য বিশেষ স্তর থাকছে।

Amazefit জানিয়েছে এক চার্জে 30 দিন চলবে এই স্মার্টওয়াচ। 
Amazfit Bip Lite ও Amazfit Bip স্মার্টওয়াচেও একই ধরনের ব্যাক-আপ পাওয়া যায়।
Amazfit Bip Lite-এর মতো ডিজাইনের স্ট্র্যাপ সহ লঞ্চ হবে নতুন স্মার্টওয়াচ

GizmoChina ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Amazfit Bip Lite 1S-এ ব্যারোমিটার ও কম্পাস থাকবে।
 থাকছে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট। স্মার্টফোনের সঙ্গে Bluetooth-এর মাধ্যমে এই স্মার্টওয়াচ কানেক্ট করা যাবে। 
বিভিন্ন অ্যাপ নোটিফিকেশন সরাসরি স্মার্টওয়াচ থেকেই দেখে নেওয়া যাবে।

স্মার্টফোনে Mi Fit অথবা Amazefit অ্যাপ ব্যবহার করে Amazfit Bip Lite 1S কানেক্ট হবে।
 ইনকামিং কল নোটিফিকেশন ও এসএমএস নোটিফিকেশন পাওয়া যাবে। যদিও এই স্মার্টওয়াচ থেকে হার্ট রেট সেন্সর বাদ যেতে পারে।
 30 এপ্রিল লঞ্চের পরে নতুন স্মার্টওয়াচের সব ফিচার বিস্তারে জানা যাবে।









Monday, April 13, 2020

এসে গেল LG Style 3, ফিচারগুলি দেখে নিন (Tareq TechnicalTips)



এসে গেল LG Style 3, ফিচারগুলি দেখে নিন


সম্প্রতি বাজারে এসেছে LG Style 3। আপাতত জাপানে এই ফোন লঞ্চ করেছে LG। LG V40 ThinQ স্পেসিফিকেশনে 
পরিবর্তন করে এই ফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। LG Style 3-র পিছনে দুটি ক্যামেরা রয়েছে। 
থাকছে ওলেড ফুল ভিশন ডিসপ্লে। ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফোনে থাকছে IP68 সার্টিফিকেশন।
LG Style 3-র দাম প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই জাপানের একাধিক ওয়েবসাইটে 
এই ফোন দেখা গিয়েছে।
আগামী মাসেই বাজারে আসতে পারে 192 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন (Tareq TechnicalTips)
LG Style 3 স্পেসিফিকেশন
LG Style 3-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.1 ইঞ্চি QHD+ ওলেড ডিসপ্লে। 
ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।
ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে।
সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac,
 Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C ও 3.5 মিমি অডিও পোর্ট। 
LG Style 3-তে থাকছে 3,500 mAh ব্যাটারি।







Wednesday, April 8, 2020

বিনামূল্যে অনলাইনে ফটোগ্রাফি শেখার সুযোগ করে দিল Nikon......





বিনামূল্যে অনলাইনে ফটোগ্রাফি শেখার সুযোগ করে দিল Nikon (Taerq TechnicalTips)

বিনামূল্যে কোম্পানির সব অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সুযোগ করে দিল Nikon। 30 এপ্রিল পর্যন্ত যে কোন Nikon অনলাইন ক্লাস থেকে ছবি তোলার খুঁটিনাটি শিখে নেওয়া যাবে। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ঘর বন্দি কয়েকশো কোটি মানুষ। ঘরে বসে নতুন কিছু শেখার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে জাপানের কোম্পানিটি। ছবি তোলার বেসিক টিউটোরিয়াল থেকে মিউজিক ভিডিও বানানো, সব ধরনের অনলাইন ক্লাসেই বিনামূল্যে অংশ নেওয়া যাবে।
একটি Nikon অনলাইন ক্লাসে 14.95 মার্কিন ডলার থেকে 49.95 মার্কিন ডলার খরচ হয়। সেখানে প্রফেশনাল ফটোগ্রাফাররা বিষয়ের গভীরে গিয়ে ছবি তোলার খুঁটিনাটি বিশ্লেষণ করেন।
নিজের Nikon ক্যামেরা না থাকলেও এই অনলাইন ক্লাসে অংশ নিতে পারবেন। যদিও কয়েকটি ক্লাসে শুধুমাত্র কোম্পানির বিভিন্ন ক্যামেরা সম্পর্কে বিস্তারে শেখানো হয়। নিজের নাম, দেশ ও ইমেল উল্লেখ করে Nikon অনলাইন ক্লাসে যোগ দেওয়া যাবে।
অনলাইন ক্লাসে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, পোট্রেট সহ বিভিন্ন ধারার ছবি তোলা শিখতে আলাদা ক্লাস রয়েছে। এছাড়াও শিখে নেওয়া যাবে শিশু ও পোষ্যের ছবি তোলার উপায়।
কমেন্ট
                         
   


Sunday, April 5, 2020

ওয়ান প্লাস এর নতুন চমক - Tareq TechnicalTips




OnePlus 7T Pro, OnePlus 7T Updates Bring March 2020 Android Security Patch, Improved Slow-Mo


              ওয়ানপ্লাস 7 টি এবং ওয়ানপ্লাস 7 টি প্রো ফোনগুলি এখন ভারতে একটি নতুন আপডেট পাচ্ছে এবং আপডেটগুলি 2020 সালের অ্যান্ড্রয়েড সুরক্ষা প্যাচটি নিয়ে আসে। আপডেটগুলি ক্যামেরা অ্যাপের অভ্যন্তরে স্লো-মোশন ভিডিও বৈশিষ্ট্যটিতেও উন্নতি নিয়ে আসে। ওয়ানটি প্লাস 7 টি এবং ওয়ানপ্লাস 7 টি প্রো ফোন উভয়ের জন্য ওটিএ রোলআউট প্রকৃতির বর্ধমান। এর অর্থ হ'ল ওটিএ আপডেটটি প্রাথমিকভাবে ব্যবহারকারীদের একটি সামান্য শতাংশে পৌঁছে যাবে, এবং কোনও গুরুতর ত্রুটি খুঁজে পাওয়া না যাওয়ার পরে কয়েক দিনের মধ্যে একটি বিস্তৃত রোলআউট শুরু হবে।

          ওয়ানপ্লাস 7 টি এবং ওয়ানপ্লাস 7 টি প্রো ফোনগুলি ভারতে অক্সিজেনএস 10.3.2 আপডেট গ্রহণ করছে, সংস্থাটি তাদের ফোরামে ঘোষণা করেছে। ওয়ানপ্লাস 7 টির জন্য একই সংস্করণের বৈশ্বিক সংস্করণ হ'ল অক্সিজেনস 10.0.9, ওয়ানপ্লাস 7 টি প্রো এর জন্য অক্সিজেনস 10.0.8। আপনি কোনও বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিচ্ছেন, কারণ এটি মার্চ অ্যান্ড্রয়েড সুরক্ষা প্যাচটি নিয়ে আসে। 

          আপনি যদি কোনও বিজ্ঞপ্তি না পেয়ে থাকেন তবে সেটিংস> সফ্টওয়্যার আপডেটে ম্যানুয়ালি এটি পরীক্ষা করুন। একটি ভাল ওয়াই ফাই সংযোগের অধীনে আপডেটটি ইনস্টল করা ভাল, এবং ইনস্টলেশন প্রক্রিয়া চলাকালীন ফোনটি চার্জ রাখারও পরামর্শ দেওয়া হয়। ওয়ানপ্লাস T টি এবং ওয়ানপ্লাস T টি প্রো আপডেট উভয়েরই একই পরিবর্তন রয়েছে এবং মার্চ ২০২০ এর অ্যান্ড্রয়েড সুরক্ষা প্যাচটি ছাড়াও আপডেটটি ধীর মোতে ভিডিও রেকর্ডিংয়ের জন্য উন্নত স্থায়িত্ব নিয়ে আসে। 

        আপডেটটি গ্যালারিতে স্ক্রিনশটগুলির এলোমেলোভাবে অন্তর্ধানের বিষয়টিও ঠিক করে এবং কোনও ল্যাগ ছাড়াই ভিডিও প্লেটিকে অনুকূলিত করেছে। নতুন ওয়ানপ্লাস T টি এবং ওয়ানপ্লাস T টি প্রো আপডেটটি অপ্টিমাইজড র‌্যাম ম্যানেজমেন্ট, উন্নত সিস্টেমের স্থায়িত্ব এবং কিছু জ্ঞাত সমস্যাও সমাধান করে। 



                                                                         



Thursday, April 2, 2020

একটি পরীক্ষা নিন: আপনি কি কোভিড -19 সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন?



আপনি করোনাভাইরাস সংক্রামিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন কিনা তা নিয়ে আপনার কি কোনও বিভ্রান্তি আছে?


      ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনগুলি একটি ওয়েবসাইট চালু করেছে যেখানে আপনি করোনভাইরাস ধরার ঝুঁকি আছে কিনা তা পরীক্ষা করতে আপনি একটি সাধারণ পরীক্ষা দিতে পারেন (পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন)। 
প্ল্যাটফর্মটি পরীক্ষার্থীর বয়স, লিঙ্গ এবং কিছু স্বাস্থ্যের শর্ত সহ দশটি প্রশ্ন জিজ্ঞাসা করে। ব্যবহারকারীদের তাদের জ্বর, কাশির লক্ষণ বা শ্বাসকষ্ট ইত্যাদি আছে কিনা তা জানতেও জিজ্ঞাসা করা হয়েছে কিছু অন্যান্য প্রাসঙ্গিক প্রশ্নগুলির মধ্যে রয়েছে যে ব্যবহারকারী কোনও কোভিড -১৯ আক্রান্ত দেশে ভ্রমণ ইতিহাস আছে কিনা বা ব্যবহারকারী কোনও সন্দেহভাজন ব্যক্তির সংস্পর্শে এসেছিল কিনা, কে ক্ষতিগ্রস্থ দেশ থেকে ফিরে। 
এই দশটি পদক্ষেপের সাহায্যে পরীক্ষা করোনোভাইরাসতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নির্ধারণ করে। এটি আপনাকে পরবর্তী কী করতে হবে তাও বলে দেয়। 






যে কোন টিভিকে স্মার্টটিভি বানাতে নতুন প্রোডাক্ট আনছে Xiaomi - Tareq TechnicalTips

8 মে ভারতে লঞ্চ হবে Mi 10। 108 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনের সঙ্গেই আগামী শুক্রবার একাধিক নতুন প্রোডাক্ট ভারতে আনবে চিনের ...