বিনামূল্যে অনলাইনে ফটোগ্রাফি শেখার সুযোগ করে দিল Nikon (Taerq TechnicalTips)
বিনামূল্যে কোম্পানির সব অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সুযোগ করে দিল Nikon। 30 এপ্রিল পর্যন্ত যে কোন Nikon অনলাইন ক্লাস থেকে ছবি তোলার খুঁটিনাটি শিখে নেওয়া যাবে। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ঘর বন্দি কয়েকশো কোটি মানুষ। ঘরে বসে নতুন কিছু শেখার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে জাপানের কোম্পানিটি। ছবি তোলার বেসিক টিউটোরিয়াল থেকে মিউজিক ভিডিও বানানো, সব ধরনের অনলাইন ক্লাসেই বিনামূল্যে অংশ নেওয়া যাবে।
একটি Nikon অনলাইন ক্লাসে 14.95 মার্কিন ডলার থেকে 49.95 মার্কিন ডলার খরচ হয়। সেখানে প্রফেশনাল ফটোগ্রাফাররা বিষয়ের গভীরে গিয়ে ছবি তোলার খুঁটিনাটি বিশ্লেষণ করেন।
নিজের Nikon ক্যামেরা না থাকলেও এই অনলাইন ক্লাসে অংশ নিতে পারবেন। যদিও কয়েকটি ক্লাসে শুধুমাত্র কোম্পানির বিভিন্ন ক্যামেরা সম্পর্কে বিস্তারে শেখানো হয়। নিজের নাম, দেশ ও ইমেল উল্লেখ করে Nikon অনলাইন ক্লাসে যোগ দেওয়া যাবে।
অনলাইন ক্লাসে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, পোট্রেট সহ বিভিন্ন ধারার ছবি তোলা শিখতে আলাদা ক্লাস রয়েছে। এছাড়াও শিখে নেওয়া যাবে শিশু ও পোষ্যের ছবি তোলার উপায়।
কমেন্ট
Facebook Page:https://web.facebook.com/TarequeIslalm
No comments:
Post a Comment