Friday, April 24, 2020

এক চার্জে 30 দিন! চলতি মাসে নতুন স্মার্টওয়াচ আনছে Xiaomi



কম দামে স্মার্টওয়াচ বিক্রি করে ইতিমধ্যেই বিশ্বব্যাপী গ্রাহকের মন জয় করেছে Amazefit।
 তুলনামূলক কম দামে নতুন স্মার্টওয়াচ আনতে চলেছে Xiaomi-র এই ব্র্যান্ড।
 30 এপ্রিল চিনে লঞ্চ হবে Amazfit Bip Lite 1S। এক চার্জে এক মাস চলবে এই প্রোডাক্ট।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Amazfit Bip Lite 1S টিজার প্রকাশিত হয়েছে। 
এই স্মার্টওয়াচে Amazfit Bip Lite-এর মতো ডিজাইন থাকছে। কার্ভড ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য বিশেষ স্তর থাকছে।

Amazefit জানিয়েছে এক চার্জে 30 দিন চলবে এই স্মার্টওয়াচ। 
Amazfit Bip Lite ও Amazfit Bip স্মার্টওয়াচেও একই ধরনের ব্যাক-আপ পাওয়া যায়।
Amazfit Bip Lite-এর মতো ডিজাইনের স্ট্র্যাপ সহ লঞ্চ হবে নতুন স্মার্টওয়াচ

GizmoChina ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Amazfit Bip Lite 1S-এ ব্যারোমিটার ও কম্পাস থাকবে।
 থাকছে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট। স্মার্টফোনের সঙ্গে Bluetooth-এর মাধ্যমে এই স্মার্টওয়াচ কানেক্ট করা যাবে। 
বিভিন্ন অ্যাপ নোটিফিকেশন সরাসরি স্মার্টওয়াচ থেকেই দেখে নেওয়া যাবে।

স্মার্টফোনে Mi Fit অথবা Amazefit অ্যাপ ব্যবহার করে Amazfit Bip Lite 1S কানেক্ট হবে।
 ইনকামিং কল নোটিফিকেশন ও এসএমএস নোটিফিকেশন পাওয়া যাবে। যদিও এই স্মার্টওয়াচ থেকে হার্ট রেট সেন্সর বাদ যেতে পারে।
 30 এপ্রিল লঞ্চের পরে নতুন স্মার্টওয়াচের সব ফিচার বিস্তারে জানা যাবে।









No comments:

Post a Comment

যে কোন টিভিকে স্মার্টটিভি বানাতে নতুন প্রোডাক্ট আনছে Xiaomi - Tareq TechnicalTips

8 মে ভারতে লঞ্চ হবে Mi 10। 108 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনের সঙ্গেই আগামী শুক্রবার একাধিক নতুন প্রোডাক্ট ভারতে আনবে চিনের ...